আবদুর রহমান খাঁ, খানবাহাদুর, আল-হাজ্জ (১৮৯০ – ২৩-১১-১৯৬৪) ভাণ্ডারীকান্দি — ফরিদপুর। বরিশাল জেলা স্কুল, কলিকাতা প্রেসিডেন্সী কলেজ ও ঢাকা কলেজে শিক্ষা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের প্ৰথম শ্রেণীর এমএ (১৯১৩)। ঢাকা ট্রেনিং কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু (১৯১৪)। দীর্ঘদিন শিক্ষাবিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে ১৯৪৫ খ্রী. সরকারী চাকরি থেকে অবসর-গ্ৰহণ করেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হবার পর ঢাকার জগন্নাথ কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯৫০ খ্রী. বেসরকারী কলেজের শিক্ষাসমিতির প্রেসিডেন্ট হিসাবে ইউরোপ ও আমেরিকা ভ্ৰমণ করেন। রচিত গ্ৰন্থ : কুরআন শরীফ (বাংলা অনুবাদ ৩ খণ্ড), ‘পাঁচ সুরাশরীফ’, ‘জওয়াহিরুল কুরআন’, ‘শেষ নবী’, ‘হাদীস শরীফ’ (৩ খণ্ড), ‘সহীহ বুখারী শরীফ’, ‘ইসলাম পরিচিতি’, ‘ইসলামিক তমদ্দুন ও পাকিস্তান, মুসলিম নারী’, ‘নয়া খুতবা প্রভৃতি। গণিতশাস্ত্ৰেও কয়েকখানি স্কুলপাঠ্য পুস্তক রচনা করেন।
পূর্ববর্তী:
« আবদুর রহমান
« আবদুর রহমান
পরবর্তী:
আবদুর রহিম, স্যার »
আবদুর রহিম, স্যার »
Leave a Reply