আনোয়ার হোসেন (১৯৩০—২৪.8.১৯৫০) খুলনা-বাংলাদেশ। গরীব কৃষক ঘরের বিধবার একমাত্র সন্তান। মেধাবী ছাত্র। প্ৰগতিশীল ছাত্র আন্দোলনের শক্তিশালী বক্তা এবং যুক্তিবাদী কর্মী ছিলেন। মুসলিম লীগের নেতারা তাঁকে দলে টানবার চেষ্টা করে সফল হননি। ১৯৪৯ খ্রীষ্টাব্দে প্ৰথম বার গ্রেপ্তার হলে ঢাকা জেল থেকে কম বয়েসের জন্য ছাড়া পেলেও এক মাস পরে আবার গ্রেপ্তার হয়ে বন্দী অবস্থায় রাজশাহী জেলে যান। জেলের মধ্যে মার্ক্সীয় সাহিত্য ভাল করে পড়েন। ম্যাক্সিম গোর্কির ভক্ত ছিলেন। বাংলা ও বিশ্বসাহিত্যেও তার বিশেষ দখল ছিল। জেলে বহু গান রচনা করেছেন। ব্যঙ্গাত্মক গান লিখে ও গেয়ে জেল-কর্মচারী ও ডাক্তারদের দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন। ১৯৫০ খ্রী. ২৪শে এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ড থেকে ফাঁসির সেলে ৮ জন বন্দীকে স্থানান্তরিত করার সময় রাজনৈতিক বন্দীরা জেলখানায় ডিভিসন না পাওয়ায়, ভাল খাবার ঠিক মত সরবরাহ না করায় ও ১১জন রাজবন্দীকে খাপড়া ওয়ার্ডে আটকে রাখার প্ৰতিবাদ করলে চারদিকে জানালাবিশিষ্ট একটি ঘরে আবদ্ধ করে ৪০জন বন্দীর উপর বাইরে থেকে গুলি চালানো হয়। এর ফলে আনোয়ার সহ ৭জন নিহত ও ৩০জন আহত হন। নিহত অপর ৬জন হলেন দিনাজপুরের তেভাগা আন্দোলনের নেতা কম্পরাম সিংহ (১৯০০–১৯৫০), কলিকাতার ট্রামশ্রমিক সংগঠক ও রাজশাহীর কমিউনিস্ট নেতা বিজন সেন (১৯০৫–১৯৫০), শ্রমিক আন্দোলনের কর্মী ও কমিউনিস্ট সদস্য ঢাকার সুধীন ধর (১৯১৮–১৯৫০), কুষ্টিয়া মোহিনী মিলের সংগঠক ও শ্রমিক হানিফ শেখ (১৯২৪ – ১৯৫০), রেলশ্রমিক কুষ্টিয়ার দিলওয়ার হোসেন (১৯২৬–১৯৫০) ও ছাত্র আন্দোলনের সংগঠক ময়মনসিংহের সুখেন ভট্টাচাৰ্য (১৯২৮–১৯৫০)।
পূর্ববর্তী:
« আনোয়ার পাশা
« আনোয়ার পাশা
পরবর্তী:
আফজল আলী »
আফজল আলী »
Leave a Reply