আনন্দময়ী মা (১৮৯৬–২৭৭৮-১৯৮২) বিদ্যাকুট-ত্রিপুরা। পিতা বিপিনবিহারী ভট্টাচাৰ্য সন্ন্যাস-জীবন বরণ করে মুক্তানন্দ গিরি নামে পরিচিত ছিলেন। তার গৃহাশ্রমের নাম নির্মলাসুন্দরী। ১৯০৮ খ্রী. ঢাকায় রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে বিবাহ হয়। স্বামীও পরবর্তীকালে সন্ন্যাস নেন ও নাম হয় বাবা ভোলানাথ। ১৯১২ খ্রী. থেকেই তার মধ্যে ঈশ্বরীয় বিভূতি প্রকাশ পায়। ঢাকার রমনায় আশ্রম গড়ে ওঠে। ১৯৩২ খ্রী. ঢাকা ছেড়ে আসেন এবং তার কর্মধারা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বারাণসী, কনখল প্রভৃতি জায়গায় আশ্রম, বিদ্যাপীঠ, কন্যাপীঠ, হাসপাতাল প্রভৃতি গড়ে ওঠে। তার অসংখ্য জ্ঞানী গুণী ভক্তমণ্ডলীর মধ্যে মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ, ডাঃ ত্ৰিগুণা সেনও আছেন।
পূর্ববর্তী:
« আনন্দময়ী
« আনন্দময়ী
পরবর্তী:
আনসার আলী (শাহ্ সাহেব) »
আনসার আলী (শাহ্ সাহেব) »
Leave a Reply