আনন্দময়ী (১৭৫২–১৭৭২) জপসা-ঢাকা। লালা রামগতি সেন। সংস্কৃত সাহিত্যে আনন্দময়ীর অসাধারণ বুৎপত্তি ছিল। মহারাজা রাজবল্লভ কর্তৃক অনুরুদ্ধ হয়ে, পিতা অন্য কার্যে নিযুক্ত থাকায় তিনি অগ্নিষ্টোম যজ্ঞের প্রমাণ ও প্রতিকৃতি স্বহস্তে প্ৰস্তৃত করে পাঠিয়ে দেন। ১৭৬১ খ্রী. পয়গ্রামনিবাসী অযোধ্যারামের সঙ্গে বিবাহ হয়। খুল্লতাত জয়নারায়ণকে সত্যনারায়ণের ব্ৰতকথা অবলম্বনে ‘হরিলীলা’ কাব্যরচনায় (১৭৭২) সাহায্য করেন। জয়নারায়ণ রচিত ‘চণ্ডীকাব্যেও তার লেখা স্থান পায়। বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি মাঙ্গলিক উৎসব উপলক্ষে রচিত তার গানগুলি বিশেষ জনপ্রিয় হয়েছিল। তাঁর ‘উমার বিবাহ’ বিশেষ প্ৰসিদ্ধ। স্বামীর মৃত্যু-সংবাদে তিনি অনুমৃত হন।
পূর্ববর্তী:
« আনন্দমোহন বসু
« আনন্দমোহন বসু
পরবর্তী:
আনন্দময়ী মা »
আনন্দময়ী মা »
Leave a Reply