আনন্দ নন্দী, স্বামী (১১.১.১২৩৯ বঙ্গাব্দ – ১১.২.১৩০৭ বঙ্গাব্দ) কালীকচ্ছ—ত্রিপুরা। পিতা রামদুলাল কালী-উপাসক, মালসী গান-রচয়িতা ও ত্রিপুরারাজের দেওয়ান ছিলেন। ১২৭৩ বঙ্গাব্দ ঢাকায় পূর্ববাঙলা ব্রাহ্মসমাজ মন্দির প্রতিষ্ঠার দিন ভ্রাতা কৈলাসচন্দ্র ও বিজয়কৃষ্ণ গোস্বামী সহ তিনি ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। ১২৭৬ ব. বিজয়কৃষ্ণ, বঙ্গচন্দ্ররায় প্রভৃতিকে নিয়ে এসে কালীকচ্ছে প্রথম ব্রাহ্ম-উৎসব পালন করেন। ১২৮৩ ব. ব্রাহ্মধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করার উদ্দেশ্যে কলিতাকা আসেন। কিন্তু এখানে তিনি সর্বধর্ম-সমন্বয় নিমিত্ত ‘দয়াময়’ নাম প্রচার করতে আরম্ভ করেন এবং শিষ্যকে দীক্ষা দেন। ‘দয়াময়’ নাম প্রচার করতে তিনি বাংলা, সংস্কৃত, হিন্দী ও উর্দু ভাষায় বহু সঙ্গীত করেন। রচিত পুস্তক : ‘সর্বধর্ম গীত’ (২ খণ্ড), ‘প্রকৃত তত্ত্ব’, ‘সর্বধর্ম সাধনতত্ত্ব ও প্রণালী’। ‘মলয়া’ সঙ্গীতগ্ৰন্থ-রচয়িতা সাধক মনোমোহন দত্ত ও ওস্তাদ আফতাবউদ্দীন তার অগণিত শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য। ডাঃ মহেন্দ্র নন্দী তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« আদিত্যরাম ভট্টাচাৰ্য, মহামহোপাধ্যায়
« আদিত্যরাম ভট্টাচাৰ্য, মহামহোপাধ্যায়
পরবর্তী:
আনন্দকিশোর মজুমদার »
আনন্দকিশোর মজুমদার »
Leave a Reply