আনন্দচন্দ্ৰ বেদান্তবাগীশ (১৮১৯–১৬৭৯-১৮৭৫) কোদালিয়া — চব্বিশ পরগনা। গৌরহরি চূড়ামণি। পিতার চতুষ্পাঠীতে সংস্কৃত শিক্ষার শুরু। তত্ত্ববোধিনী সভার আনুকূল্যে ১৮৪৪ – ৪৭ খ্ৰী. কাশীতে অথর্ববেদ ও বেদান্তচর্চা করেন। তত্ত্ববোধিনী সভার সহ-সম্পাদক এবং কলিকাতা ব্ৰাহ্মসমাজের উপচাৰ্যনিযুক্ত হন। ১৮৫৯ খ্ৰীসভা উঠে গেলে কলিকাতা ব্ৰাহ্ম সমাজের সহ-সম্পাদক এবং আচাৰ্যরূপে কাজ করতে থাকেন। রচিত গ্ৰন্থ: ‘ব্রাহ্মবিবাহ ধৰ্মশাস্ত্রানুসারে সিদ্ধ কিনা!’, ‘বৃহৎকথা’ (১ম ও ২য় খণ্ড), মহাভারতীয় ‘শকুন্তলোপাখ্যান’, ‘দশোপদেশ; সানুবাদ সংস্কৃত গ্ৰন্থ ‘বেদান্তসার, ‘বেদান্তদর্শন’, ‘বেদান্তদর্শন-অধিকরণমালা; সটীক সংস্কৃত গ্ৰন্থ ভগবদগীতা’ ও ‘মহানির্বাণতন্ত্রম (পূর্বকাণ্ড)। তা ছাড়া তিনি এশিয়াটিক সোসাইটির ‘বিবলিওথেকা ইন্ডিকার কয়েকখানি সংস্কৃত গ্ৰন্থ সম্পাদনা করেছিলেন।
পূর্ববর্তী:
« আনন্দচন্দ্ৰ নন্দী
« আনন্দচন্দ্ৰ নন্দী
পরবর্তী:
আনন্দচন্দ্ৰ মিত্ৰ »
আনন্দচন্দ্ৰ মিত্ৰ »
Leave a Reply