আনন্দকৃষ্ণ বসু (১৮২২–১৮৯৭)। সমসাময়িক ব্যক্তিদের মধ্যে ইংরেজী শিক্ষিত পণ্ডিত বলে সুনাম ছিল। সংস্কৃত, হিব্রু, ফারসী, ল্যাটিন, ফরাসী এবং গ্ৰীক ভাষাতেও বুৎপত্তি ছিল। রাধাকান্ত দেবের দৌহিত্র আনন্দকৃষ্ণ বাঙলার ইতিহাস ও বাংলায় বৈজ্ঞানিক শব্দের অভিধান প্রকাশের ইচ্ছায় পাণ্ডুলিপি রেখে। গেছেন।
পূর্ববর্তী:
« আনন্দকিশোর মজুমদার
« আনন্দকিশোর মজুমদার
পরবর্তী:
আনন্দচন্দ্র রায় »
আনন্দচন্দ্র রায় »
Leave a Reply