আদিত্যরাম ভট্টাচাৰ্য, মহামহোপাধ্যায় (২৩,১১০ ১৮৪৭–১৯২১) এলাহাবাদ–উত্তর প্রদেশ। আদি নিবাস রাজাপুর — চব্বিশ পরগনা। পণ্ডিত রামকমল। ১৮৬৪ খ্রী. কাশী থেকে বি-এ, এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে এলাহাবাদ গভর্নমেন্ট কলেজে অধ্যাপনা শুরু করেন। এরপর যুক্তপ্রদেশ শিক্ষা-বিভাগের অধ্যক্ষ ও পরে ১৯১৬ – ১৯১৮ খ্ৰী. কাশী হিন্দু প্রো-ভাইস চ্যান্সেলার ছিলেন। কাশী সেন্ট্রাল কলেজের অন্যতম প্ৰতিষ্ঠাতা এবং ‘ইন্ডিয়ান ইউনিয়ন’ পত্রিকার সম্পাদক ও থিয়াসফিক্যাল সোসাইটির প্রাথমিক সভ্যদের অন্যতম ছিলেন। কংগ্রেস রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। অ্যানি বেসান্তের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ১৮৯৭ খ্রী. ‘মহামহোপাধ্যায় উপাধি পান। দরিদ্র ছাত্রদের শিক্ষার উদ্দেশ্যে তিনি মাতার নামে ‘ধন্যগোপী গ্রাসাচ্ছাদনের মত প্রয়োজনীয় অর্থ ছাড়া সমুদয় অর্থ দান করেন।
পূর্ববর্তী:
« আদম শহীদ
« আদম শহীদ
পরবর্তী:
আনন্দ নন্দী, স্বামী »
আনন্দ নন্দী, স্বামী »
Leave a Reply