আতাউর রহমান (২৯-৪-১৯১৯–২৭-১১-১৯৭৭)। পাবনা। পাবনা স্থানীয় স্কুল, এডওয়ার্ড কলেজ, কলিকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা। ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্ৰহণ করেন। কংগ্রেস সোশ্যালিস্ট দলের সক্রিয় ছাত্রনেতা ছিলেন। তাঁরই অক্লান্ত চেষ্টায় ১৯৪৩ খ্রী. ইউনাইটেড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। সভাপতি ছিলেন অধ্যাপক হুমায়ুন কবির এবং তিনি ছিলেন সহ-সভাপতি। এই সংগঠনই পরে ছাত্র কংগ্রেস ও ছাত্র ফেডারেশনে মিশে গেলে তিনি ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। তার উদ্যোগে সংগঠনের মুখপত্র ‘ভাবীকাল প্রকাশিত হয়। ফজলুল হক, মৌলানা আজাদ ও হুমায়ুন কবিরের সান্নিধ্যে জাতীয়তাবাদী মুসলমানদের সংগঠিত করেন। আমৃত্যু ‘চতুরঙ্গ’ পত্রিকার পরিচালক ছিলেন। ফজলুর হকের ‘বেঙ্গল টু-ডে’ সম্পাদনা করেন। দৈনিক ‘নবযুগ’ ও ইংরেজী মাসিক পত্ৰ ‘ইন্ডিয়া’-র তিনি ছিলেন প্ৰকাশক। ‘স্বরাজ’, ‘কৃষক,’ ‘নয়া বাংলা’, ‘NOW’ প্রভৃতি সাময়িক পত্রের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার সাহিত্য-সঙ্কলন ‘ত্রিকাল উল্লেখযোগ্য। দিলীপকুমার গুপ্তের সহযোগিতায় ‘গুপ্ত রহমান অ্যান্ড গুপ্ত প্ৰকাশনী স্থাপন করেন। ১৯৫৪–৫৫ খ্রী. সুভো ঠাকুরের পরিচালনায় ‘ইন্ডিয়ান আর্টস খুঁ দি এজেস প্রদর্শনীর সঙ্গে পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরে যান। দেশে ফিরে ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস প্রতিষ্ঠানের পূর্ব ভারতের প্রতিনিধির কার্যভার প্রাপ্ত হন। ১৯৬০ খ্রী. ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে ইংল্যান্ডে যান। এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« আতা ওহীদুদ্দীন
« আতা ওহীদুদ্দীন
পরবর্তী:
আতাউর রহমান খান »
আতাউর রহমান খান »
Leave a Reply