আজিম উদ্দিন মুনশী। খড়ি—বর্ধমান। ১৯শ শতাব্দীর অন্যতম প্ৰহসন-রচয়িতা। তৎকালীন সংস্কৃতপ্রধান সাধু বাংলার পরিবর্তে সহজ দেশ-প্রচলিত ভাষায় তিনি গ্ৰন্থ রচনা করেছিলেন। রচিত প্ৰহসন : ‘জামাল নামা’ (১৮৫৯), ‘কি মজার কলের গাড়ী (১৮৬৩), ‘কড়ির মাথায় বুড়োর বিয়ে’ (১৮৬৮) প্রভৃতি। প্রথম গ্রন্থে কিছু আরবী ও ফারসী শব্দের প্রয়োগ আছে।
পূর্ববর্তী:
« আজিজুল হাকিম (কবি)
« আজিজুল হাকিম (কবি)
পরবর্তী:
আজু গোঁসাই »
আজু গোঁসাই »
Leave a Reply