আজিজুল হাকিম (১৯০৮ – ১৯৬২) হাসানাবাদ-ঢাকা। একাধারে কবি, প্রাবন্ধিক ও সমাজসেবক ছিলেন। রচিত কাব্যগ্রন্থ: ‘ভোরের সানাই, ‘মরুসেনা’, ‘ঘরহারা’, ‘পথহারা’, ‘বিদগ্ধ দিনের প্ৰান্তর’। ‘আজাজিলনামা’ তার ব্যঙ্গকবিতা-সঙ্কলন। রোবাইয়াৎ-ই-হাফিজ ও রোবাইয়া-ই-ওমর খৈয়াম তিনি অনুবাদ করেন। তার গল্পগ্রন্থের নাম ‘ঝড়ের রাতের রাত্রি’। তিনি কিছুদিন সবুজ বাঙলা’ ও পাক্ষিক ‘নওরোজ’ পত্রিকার সম্পাদনাও করেন। তাঁর কাব্যে আধুনিক ছন্দ ও যুগচিন্তার পরিচয় পাওয়া যায়।
পূর্ববর্তী:
« আজিজুল হক, মুহম্মদ, স্যার, ডক্টর
« আজিজুল হক, মুহম্মদ, স্যার, ডক্টর
পরবর্তী:
আজিজুল হাকিম (কবি) »
আজিজুল হাকিম (কবি) »
Leave a Reply