আজিজুল হক, মুহম্মদ, স্যার, ডক্টর (১৮৯২ – ১৯৪৭) শান্তিপুর—নদীয়া। শালকর পরিবারে জন্ম। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. (১৯১২) ও বি.এল. পাশ করে কৃষ্ণনগরে ওকালতি শুরু করেন (১৯১৫)। ক্রমে সরকারী উকিল, জিলা বোর্ডের ভাইস-চেয়ারম্যান, বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য (১৯২৮) ও কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন। ১৯৩৪–৩৭ খ্রী. তিনি বাঙলার শিক্ষামন্ত্রী হয়েছিলেন। ১৯৩৮ – ৪২ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার, ১৯৪২–৪৩ খ্রী. যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার ও ১৯৪৩–৪৬ খ্রী. গভর্নর জেনারেলের শাসন পরিষদের বাণিজ্য সদস্য ছিলেন। তৃতীয়বার ব্যবস্থাপক সভার ও গণপরিষদের সভ্য নির্বাচিত হন (১৯৪৫)। ফ্লাউড কমিশন, লিনলিথগো কমিশন প্রভৃতির সদস্য এবং দীর্ঘদিন নিখিল ভারত মুসলিম শিক্ষা কনফারেন্সের সভাপতি ছিলেন। রচিত গ্রন্থাবলী: ‘ম্যান বিহাইন্ড দি প্লাউ’, ‘হিস্ট্রি অ্যান্ড প্রবলেমস অব মুসলিম এড়ুকেশন ইন বেঙ্গল’, ‘এড়ুকেশন অ্যান্ড রিট্রেনচমেন্ট’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« আঙ্গুরবালা
« আঙ্গুরবালা
পরবর্তী:
আজিজুল হাকিম »
আজিজুল হাকিম »
Leave a Reply