আঙ্গুরবালা (১৯০০ – ৭.১.১৯৮৪) পৈতৃক নিবাস ইন্দাস–বর্ধমান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পিতৃদত্ত নাম প্ৰভাবতী। প্ৰখ্যাত সঙ্গীতশিল্পী। নজরুলগীতিতে সমধিক প্রসিদ্ধি ছিল। বৃত্তি নিয়ে ছাত্রবৃত্তি পাশ করেন। বাংলা, হিন্দী ও উর্দুতে প্ৰায় চার-শো গানের রেকর্ড করেছেন। রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডও আছে। বাংলা, হিন্দী, উর্দু-সহ ছায়াছবিতে এবং মঞ্চেও অভিনয় করেছেন। তাঁর অভিনীত একটি ছবির পরিচালক কাজী নজরুল।–শিল্পী হিসাবে বহু রাজা-মহারাজার দ্বারা আমন্ত্রিত হয়ছেন। সাত-বছর বয়সে পিতৃবন্ধু অমূল্য মজুমদারের গানে দীক্ষা। ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই প্রথম তাঁর রেকর্ড—’বাঁধ না তরীখানি আমার এ নদীকূলে।’ তাঁর সঙ্গীতগুরু জিৎপ্ৰসাদ, রামপ্রসাদ মিত্র ও ওস্তাদ খাঁ। খুব ভাল গল্প-বলিয়ে ছিলেন। ১৯৬৩ খ্রী. কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিলিট। সঙ্গীত নাটক অ্যাকাডেমির পুরস্কার পেয়েছিলেন।
পূর্ববর্তী:
« আগা আহম্মদ আলী
« আগা আহম্মদ আলী
পরবর্তী:
আজিজুল হক, মুহম্মদ, স্যার, ডক্টর »
আজিজুল হক, মুহম্মদ, স্যার, ডক্টর »
Leave a Reply