আকরামুজ্জমান, খানবাহাদুর (১৮৮৫ – ১৯৩৩) মানিকগঞ্জ-ঢাকা। জন্মস্থান বিহারের সাসারাম পরগনা। পাটনা কলেজিয়েট স্কুল ও কলিকাতা প্রেসিডেন্সী কলেজে শিক্ষালাভ করেন। ১৯০৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে ১৯০৭ খ্রী. ডেপুটি ম্যাজিষ্ট্রেটের পদে নিযুক্ত হন। মুসলমান সমাজে শিক্ষাবিস্তারের জন্য অক্লান্ত চেষ্টা করে গেছেন। চাকরি উপলক্ষে প্রদেশের বিভিন্ন অঞ্চলে থাকাকালে তিনি বহু শিক্ষা-প্রতিষ্ঠান ও পাবলিক লাইব্রেরী স্থাপন করেন। বরিশালের ভোলা মহকুমায় হাই স্কুল (১৯১৭) ও ফেনিতে নোয়াখালি জেলার প্রথম কলেজ (১৯২২) তাঁরই প্রতিষ্ঠিত। ১৯৩১ ও ১৯৩২ খ্রী একটি স্পেশাল ট্রাইবিউন্যালের কমিশনার হিসাবে দুটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন।
পূর্ববর্তী:
« আকরম খাঁ, মওলানা মোহাম্মদ
« আকরম খাঁ, মওলানা মোহাম্মদ
পরবর্তী:
আকালী শাহ »
আকালী শাহ »
Leave a Reply