আকবর সৈয়দ মুহম্মদ (আনুমানিক ১৬৫৭ – ১৭২০) এই কবির রচিত ‘জেবল-মুলক-শামারুখ’ নামক প্ৰেমমূলক কাব্যোপাখ্যানখানি এক সময়ে কলিকাতার বটতলা থেকে ছাপা হয়ে; ঘরে ঘরে পঠিত হত। কাব্যখানির সমস্ত পাণ্ডুলিপি ত্রিপুরা জেলা থেকে সংগৃহীত হয়েছে। তাতে মনে হয়, কবি ঐ অঞ্চলের লোক ছিলেন। ফারসী ভাষায় তার দক্ষতা ছিল।
পূর্ববর্তী:
« আকবর উদ্দীন
« আকবর উদ্দীন
পরবর্তী:
আকবর হোসেন »
আকবর হোসেন »
Leave a Reply