আকবর আলী সৈয়দ। মামদপুর–শ্ৰীহট্ট। আবদুল আজিম। বাস তরফ হবিগঞ্জ। প্রকৃত নাম সরফুদ্দিন। ছাবাল আকবর আলী ভণিতায় গান রচনা করে ঐ নামেই প্ৰসিদ্ধ হন। তার রচিত ২১টি রাধাকৃষ্ণলীলা-বিষয়ক গান ‘ইসকে দেওয়ানা’, ‘ফানায়ে জান’ ও ‘যৌবন বাহার’ এই তিনটি গ্রন্থে আছে।
পূর্ববর্তী:
« আওলাদে রাসুল (সাঃ)
« আওলাদে রাসুল (সাঃ)
পরবর্তী:
আকবর উদ্দীন »
আকবর উদ্দীন »
Leave a Reply