অহীন্দ্ৰ চৌধুরী, নটসূৰ্য (৬/১২-৮১৮৯৫–৫-১১-১৯৭৪) কলিকাতা। চন্দ্ৰভূষণ। কিশোর বয়সে থিয়েটার ও যাত্ৰাভিনয়ের আকর্ষণে স্কুলের পড়া ছাড়েন। ১৯২৩ খ্রী. ‘কৰ্ণাৰ্জ্জুন’ নাটকে অর্জনের ভূমিকায় তাঁর প্ৰথম মঞ্চাবতরণ। অভিনয়কে পেশা হিসাবে গ্ৰহণ করে অল্পকালের মধ্যেই খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করেন। মঞ্চে স্মরণীয় অভিনয়-’কৰ্ণাৰ্জন’, ‘অশোক’, ‘মিশরকুমারী’, ‘সাজাহানী’, ‘চাঁদ সদাগর’, ‘চন্দ্ৰগুপ্ত’, ‘বিজয়া’, ‘সভা’ প্ৰভৃতি নাটকে। প্রায় শতাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন এবং ‘প্ৰিয়তমা’, ‘চিরকুমার সভা’, ‘তটিনীর বিচার’, ‘রাজনৰ্তকী’, ‘সোনার সংসার’, ‘ডাক্তার’, ‘শেষ’ তাঁর অভিনয় বিশেষ উল্লেখযোগ্য। ১৯২২ খ্রী. নিজস্ব পরিচালনায় চলচ্চিত্রে প্রথম আত্মপ্ৰকাশ ‘সোল অফ এ স্লেভ’ চিত্রে। সবাক যুগে ১৯৩১ খ্রী. ম্যাডানের নির্বাচিত কয়েকটি নাট্যদৃশ্যে তিনি প্ৰথম অংশগ্রহণ করেন। ১৯৫৪ খ্রী. পর্যন্ত বহু ছবিতে অভিনয় করেছেন। মিনার্ভা মঞ্চে ১৯৫৭ খ্রী. ‘সাজাহান’ নাটকে নাম-ভূমিকায় তার শেষ নাট্যাভিনয়। ১৯৫৪ খ্রী. পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত-নাটক আকাদেমির অধ্যক্ষ ছিলেন ও পরে উীন পদে অভিষিক্ত হন। ১৯৫৮ খ্রী. কেন্দ্রীয় সঙ্গীত-নাটক কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গিরিশ অধ্যাপকররূপে বক্তৃতা দেন। ১৯৬৭ খ্রী। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট উপাধি-ভূষিত হন। ১৯৭২ খ্রী. নাট্যশতবার্ষিকীতে তিনি স্টার থিয়েটার প্রদত্ত পদক লাভ করেন।
পূর্ববর্তী:
« অহীন্দ্র চৌধুরী
« অহীন্দ্র চৌধুরী
পরবর্তী:
অ্যান্ড্রুজ, চার্লস ফ্রীয়র, দীনবন্ধু »
অ্যান্ড্রুজ, চার্লস ফ্রীয়র, দীনবন্ধু »
Leave a Reply