অহিভূষণ ভট্টাচাৰ্য। কোকসিমলা–বর্ধমান। প্রসিদ্ধ যাত্রাকার ও পালা-রচয়িতা। প্ৰথম দিকে কলিকাতার ও হরীতকী বাগানে তার নিজেরই যাত্ৰাদল ছিল। পরে সেই দলের পরিচালনা-ভার অন্যের হাতে চলে যায়। তাঁর প্রথম পালা ‘তুলসীলীলা আনুমানিক ১৮৯৪ খ্রী. রচিত। অন্যান্য রচিত পালা : ‘উত্তর-পরিণয়’, ‘দণ্ডীপৰ্ব’, ‘সুরথ-উদ্ধার’, ‘রাইউম্মাদিনী’, ‘রামাশ্বমেধ’, ‘ধর্মলীলা’ প্রভৃতি। অন্য দলে তিনি অভিনয় শিক্ষাও দিতেন।
পূর্ববর্তী:
« অহল্যা দাসী
« অহল্যা দাসী
পরবর্তী:
অহীন্দ্র চৌধুরী »
অহীন্দ্র চৌধুরী »
Leave a Reply