অসমঞ্জ মুখোপাধ্যায় (৪-৬-১৮৮২ — ১৯৬৪) কলিকাতা। শ্যামাপদ।। গল্প, উপন্যাস, কবিতা, নাটক, শাখায় অবাধগতি ছিল। বসুমতি পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। ২০-খানারও বেশী বই লিখেছেন। রচিত গ্ৰন্থ : ‘জমাখরচ’, ‘স্ত্রী’, ‘পথের স্মৃতি’, ‘জগদীশের দিগদারী (নাটক), ‘গল্প-সংকলন, ‘মিস মায়া বোর্ডিং হাউস’ প্রভৃতি। ১৯২৭ খ্ৰী. সর্বপ্রথম যে বেতার নাটকটি প্রচারিত হয়, সেটি তার লেখা ‘জমাখরচ’-এর নাট্যরূপ।
পূর্ববর্তী:
« অশ্বিনীকুমার মুখোপাধ্যায়, রায়সাহেব
« অশ্বিনীকুমার মুখোপাধ্যায়, রায়সাহেব
পরবর্তী:
অসিতকুমার হালদার »
অসিতকুমার হালদার »
Leave a Reply