অশ্বিনীকুমার মুখোপাধ্যায়, রায়সাহেব। বর্ধমান। ১৮৮৩ খ্ৰী. শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে ১৮৮৫ খ্ৰী. সিন্ধু-পিশিন রেলওয়েতে ওভারশিয়ার-রূপে বেলুচিস্তান যান। ১৮৮৮ খ্রী. সিকিম যুদ্ধে এবং পরে ব্ৰহ্মদেশে চীন পাহাড়ের যুদ্ধের কাজে যোগদান করেছিলেন। এখানে অনারারি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-রূপে একটি রাস্তা নির্মাণ করে ব্রিটিশ কনসাল ও চীন সেনাধ্যক্ষ-কর্তৃক প্রশংসিত হন।
পূর্ববর্তী:
« অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়
« অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
অসমঞ্জ মুখোপাধ্যায় »
অসমঞ্জ মুখোপাধ্যায় »
Leave a Reply