অশ্বিনীকুমার গুপ্ত (১৩১৫ – ১৮.৭.১৩৭১ ব.) ঢাকা। শ্যামাচরণ। ছাত্র ও যুব আন্দোলনের সক্রিয় নেতা। স্বাধীনতা আন্দোলনে জড়িত থাকার জন্য একাধিকবার কারাবরণ করেন। দিল্লীতে আনন্দবাজার, হিন্দুস্থান স্ট্যাণ্ডার্ড ও বি. জি. বুরোর প্রধান এবং আকাশবাণীর বিশিষ্ট কর্মচারী ছিলেন। সংবাদপত্রের প্রতিনিধিরূপে পশ্চিম জার্মানী পরিভ্রমণ করেন। সোশ্যালিজমে বিশ্বাসী ও রাজনীতিতে ঐ দলভুক্ত ছিলেন। আচাৰ্য গিরিশচন্দ্র মজুমদার তার মাতামহ ও শিক্ষাব্ৰতী তটিনী দাস তার ভাগিনী।
পূর্ববর্তী:
« অশোকনাথ শাস্ত্রী
« অশোকনাথ শাস্ত্রী
পরবর্তী:
অশ্বিনীকুমার চট্টোপাধ্যায় »
অশ্বিনীকুমার চট্টোপাধ্যায় »
Leave a Reply