অশোক মুখোপাধ্যায় (১৯১৩ — ১২-১১-১৯৬৯)। চারুকলা বিদ্যালয়ের স্নাতক। ১৯৩৬ খ্রী. ইণ্ডিয়ান আর্ট কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। চাপা রং ব্যবহার ও মানুষের নানা মুড’ বা ভাব-ভঙ্গি-বৈচিত্ৰ্য অঙ্কনে তার বৈশিষ্ট্য ছিল। দেশে ও বিদেশে তার ছবি প্ৰদৰ্শিত হয়েছে। অশ্বারোহণ, শিকার, বাশি বাজানো, কবিতা লেখা, অভিনয় করা, সংগঠন গড়া প্রভৃতি বিভিন্ন কাজে উৎসাহী ও শিশুদের শিক্ষাদানে আগ্রহী ছিলেন। খড়দহে শিশুশিক্ষাকেন্দ্ৰ সন্দীপন প্রতিষ্ঠা করেন।
পূর্ববর্তী:
« অশোক বড়ুয়া
« অশোক বড়ুয়া
পরবর্তী:
অশোককুমার চন্দ »
অশোককুমার চন্দ »
Leave a Reply