অশোক চট্টোপাধ্যায় (৫/৬-২-১৮৯৮–১-১০-১৯৮২) পিতার কর্মস্থল এলাহাবাদে জন্ম। খ্যাতনামা সাংবাদিক রামানন্দ। কলিকাতা সিটি কলেজ থেকে আই.এ. পাশ করে স্কটিশ চার্চ কলেজে ইকনমিকস-এ অনার্স নিয়ে বি-এ পড়ার সময় প্রথম বিশ্বযুদ্ধকালে ‘বেঙ্গল লাইট হর্স বাহিনীতে নাম লেখান।–তখন থেকেই মুষ্টিযুদ্ধ, ক্রিকেট, হকি প্রভৃতি খেলার প্রতি বিশেষ আগ্রহী হয়ে ওঠেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ট্রাইপস পরীক্ষা পাশ করে ১৯২৩ শ্ৰী, দেশে ফেরেন। ‘প্রবাসী পত্রিকার সহ-সম্পাদকের কাজ দিয়ে কর্ম-জীবন শুরু। পরে ‘প্রবাসী’ ও ‘মডার্ন রিভিয়ু’’-র সম্পাদক হন। ‘শনিবারের চিঠি’ পত্রিকার মূল স্বত্বাধিকারী ছিলেন। ‘আনন্দবাজার’, ‘প্রবাসী’, ‘শনিবারের চিঠি’ প্রভৃতিতে তার অনেক ব্যঙ্গগল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। বহু প্ৰবন্ধও লিখেছেন নানা পত্র-পত্রিকায়। ‘অষ্টবক্ৰী তার লেখা উপন্যাস। অনেকগুলি ছদ্মনাম থাকলেও পরে তিনি শুধু ‘মধুকরকুমার কাঞ্জিলাল’ নামেই পরিচিত হন। বিশ্বভারতীতে অর্থনীতির শিক্ষক হিসাবে কাজ করেছেন। শিল্পকলায় বিশেষজ্ঞ ছিলেন। ১৯৩৮ খ্রী. মাদ্রাজ বিশ্ববিদ্যালয় তাকে ‘স্যার জর্জ স্ট্যানলি রিডার ইন এসথেটিকস নিযুক্ত করে। ১৯৫২ খ্ৰীঃ ভারত সরকারের তরফ থেকে জেনেভার ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সে যোগ দেন। খেলার জগতে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ভারতীয় মুষ্টিযুদ্ধ সঙ্ঘ, বেঙ্গল আমেচার বক্সিং ফেডারেশন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্কুল অব ফিজিক্যাল কালচার প্রভৃতি প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« অশোক গুহ
« অশোক গুহ
পরবর্তী:
অশোক নন্দী »
অশোক নন্দী »
Leave a Reply