অশোককুমার সরকার (৭-১০-১৯১২ – ১৭-২-১৯৮৩) কলিকতা। আদি নিবাস কুমারখালি–নদীয়া। আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা প্ৰফুল্লকুমার। খ্যাতনামা সাংবাদিক। কলিকাতার টাউন স্কুল ও স্কটিশচার্চ কলেজের ছাত্র। প্ৰথমে আনন্দবাজার সংস্থার ডিরেক্টর এবং ১৯৫৯ খ্রী. থেকে মৃত্যুকাল পর্যন্ত উক্ত পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৫৭ খ্রী–থেকে ১৯৭৬ খ্রী. দেশ পত্রিকাও সম্পাদনা করেন। তারই কর্মদক্ষতায় আনন্দবাজারগোষ্ঠী থেকে তিনটি দৈনিক, চারটি সাপ্তাহিক এবং তিনটি পাক্ষিক পত্রিকা বাংলা, ইংরেজী ও হিন্দী ভাষায় প্রকাশিত হতে থাকে। সাহিত্যিকদের উৎসাহদানের জন্য তিনি ‘আনন্দ পুরস্কার প্রবর্তন করেন। তারই উদ্যোগে ১৯৬০ খ্রী. বাঙালী তরুণদের নন্দাঘুন্টী পর্বত অভিযানের ব্যয়ভার আনন্দবাজার পত্রিকা বহন করে। ১৯৬৭ খ্রী. ‘পদ্মভূষণ’ উপাধিতে সম্মানিত হন। সাহিত্যিকা সরলাবালা সরকার তাঁর মাতামহী।
পূর্ববর্তী:
« অশোককুমার রায়, স্যার
« অশোককুমার রায়, স্যার
পরবর্তী:
অশোকনাথ শাস্ত্রী »
অশোকনাথ শাস্ত্রী »
Leave a Reply