অশোককুমার রায়, স্যার (সেপ্টে, ১৮৮৬–১৯৮২) কলিকাতার ভবানীপুরে জন্ম। প্রেসিডেন্সি ও রিপন কলেজের ছাত্র। ১৯০৬ খ্রী. ইংরেজীতে এমএ ও পরের বছর বি-এল পাশ করেন। ১৯০৮ খ্রী. উকিল হিসাবে কলিকাতা হাইকোর্টে কর্মজীবন শুরু। ইংলণ্ডের মিড়ুল টেম্পল থেকে ১৯১২ খ্রী. কৃতিত্বের সঙ্গে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আইন ব্যবসায়ে দ্রুত উন্নতি করেন। ১৯২৯ খ্রী. স্ট্যাণ্ডিং কাউন্সেল নিযুক্ত হন। কলিকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। স্যার নৃপেন্দ্রনাথ সরকারের পর তিনি অ্যাডভোকেট জেনারেল হন (১৯৩৪)। সেই সঙ্গে ভারত, বাঙলা ও আসাম সরকারের আইন উপদেষ্টা ছিলেন। ১৯৩৭ খ্রী. প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তনের সময় তিনি পুনরায় অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন। ১৯৪৩-৪৬ খ্রী. বিচারপতি হিসাবে একমাত্র আইন সদস্য ছিলেন। অন্য সদস্যরা নির্বাচিত ছিলেন Bar থেকে। ১৯৫০ থেকে ২০ বছর বিভিন্ন কোম্পানীর দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিশিষ্ট আইনজীবী স্যার চন্দ্ৰীমাধব ঘোষের তিনি দৌহিত্র।
পূর্ববর্তী:
« অশোককুমার চন্দ
« অশোককুমার চন্দ
পরবর্তী:
অশোককুমার সরকার »
অশোককুমার সরকার »
Leave a Reply