অশোককুমার চন্দ (?–অক্টোবর ১৯৭২) শিলচর–কাছাড়া। আদিনিবাস শ্ৰীহট্ট। ব্যবহারজীবী কামিনীকুমার। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ ও লণ্ডন স্কুল অফ ইকনমিক্সের ছাত্র। ভারতীয় অডিট অ্যাণ্ড একাউন্টস বিভাগের কাজ দিয়ে কর্মজীবন শুরু। ১৯৪৮ খ্ৰী. যুক্তরাষ্ট্রে ভারতীয় ডেপুটি হাই কমিশনার হন। তৃতীয় ফিনান্স কমিশনের চেয়ারম্যান, হিন্দুস্থান স্টীল অ্যাণ্ড হিন্দুস্থান মেশিল টুলস-এর প্রথম চেয়ারম্যান, সিন্ত্রী ফারটিলাইজারস-এর প্রধান এবং ১৯৫৪-১৯৬০ খ্রী. ভারতের ‘কম্পট্রোলার অ্যাণ্ড অডিটর জেনারেল’ ছিলেন। অল ইণ্ডিয়া রেডিয়োকে সরকারী দপ্তর থেকে একটি স্বয়ংশাসিত সংস্থায় পরিণত করার কাজে ‘চন্দ কমিটির সিদ্ধান্তের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়। রচিত গ্রন্থ: ‘Indian Administration and Aspects of Audit Control’.
পূর্ববর্তী:
« অশোক মুখোপাধ্যায়
« অশোক মুখোপাধ্যায়
পরবর্তী:
অশোককুমার রায়, স্যার »
অশোককুমার রায়, স্যার »
Leave a Reply