অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায় (ও. সি. গাঙ্গুলী) (১-৮-১৮৮১ — ৯-২-১৯৭৪) কলিকাতার বড়বাজার অঞ্চল। অর্ঘপ্ৰকাশ। প্ৰখ্যাত চিত্ৰশিল্পী, শিল্পের ইতিহাসের রসসন্ধানী ও সঙ্গীতসাধক। মেট্রোপলিটান ইনস্টিটিউশন বড়বাজার শাখা থেকে এন্ট্রান্স (১৮৯৬), প্রেসিডেন্সী কলেজ থেকে ইংরেজীতে অনার্স নিয়ে বি. এ. (১৯০০) এবং গ্রেগরী জোন্সের প্রযুক্তি প্ৰতিষ্ঠান থেকে প্ৰযুক্তি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন। আইন পাশ করে আইন ব্যবসা গ্ৰহণ করলেও শিল্প ও সঙ্গীত তার সাধনার বিষয় ছিল। মূর্তিকর মাতামহ শ্ৰীনাথ ঠাকুরের কাছে তিনি শিল্পের প্রেরণা পান। প্ৰথম ছৱি আঁকেন তের বছর বয়সে। গগনেন্দ্ৰনাথ ও অবনীন্দ্রনাথসহ ঠাকুরবাড়ির সঙ্গে তার বিশেষ পরিচয় ছিল। ইণ্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের তিনি সচিব-পদে সমাসীন ছিলেন। সোসাইটির পত্রিকা ‘রূপম তাঁর অসাধারণ প্রতিভা ও নৈপুণ্যের এক উজ্জ্বল পরিচায়ক। ১৯১৪ খ্রী. প্যারিসের বিখ্যাত প্রদর্শনীতে অবনীন্দ্র বিদ্যালয়ের প্রতিটি শিল্পীর ছবি তিনিই প্রেরণ করেন। ১৯৪৩ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাগেশ্বরী অধ্যাপক নিযুক্ত হলে অ্যাটর্নির পেশা ত্যাগ করেন। ভারতীয় শিল্প সম্বন্ধে তিনি চীন, ব্ৰহ্মদেশ ও অন্যান্য অনেক স্থানে বক্তৃতা দিয়েছেন। ললিতকলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি ও অন্যান্য বহু প্ৰতিষ্ঠান তাকে সম্মানিত করেছে। উল্লেখযোগ্য গ্রন্থাবলী: ‘Vedic Painting’, ‘Mithuna in Indian Art’, ‘South Indian Bronze’, ‘Modern Indian painters’, ‘Masterpieces of Rajput Paintings’, ‘ভারতের ভাস্কৰ্য’, ‘রূপশিক্ষা’, ‘ভারতের শিল্প ও আমার কথা’ প্রভৃতি। ভারতীয় সঙ্গীতবিষয়ক তাঁর গবেষণা গ্ৰন্থ : ‘Ragas and Raginis’ (2 vols)।
পূর্ববর্তী:
« অর্ধেন্দু দস্তিদার
« অর্ধেন্দু দস্তিদার
পরবর্তী:
অর্ধেন্দুপ্ৰসাদ বন্দ্যোপাধ্যায় »
অর্ধেন্দুপ্ৰসাদ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply