অর্ধেন্দুপ্ৰসাদ বন্দ্যোপাধ্যায় (ফেব্ৰু ১৯০২–৩০-১১-১৯৬৪) ফরিদপুর। রামচন্দ্র। ছাত্রাবস্থায় ১৯১৬ খ্ৰী. চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ১৯১৯ খ্রী. শান্তিনিকেতনে কলাভবনে এসে ভর্তি হন। কলাভবনের সর্বপ্ৰথম ছাত্রদলের চারজনের অন্যতম। ছাত্রাবস্থায় আঁকা তার বেশ-কিছু ছবি ১৯২০ খ্রী. থেকে ইণ্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের চিত্ৰপ্ৰদৰ্শনীতে বিক্রি হয়েছে। মাসিক পত্রিকা ‘প্রবাসী এবং ‘চ্যাটার্জিস অ্যালবাম’-এ তার বেশ কয়েকটি চিত্র স্থান পায়। রবীন্দ্রসঙ্গীত-চৰ্চায়ও বিশেষ উৎসাহী ছিলেন। কলাভবনে ছয় বৎসর শিক্ষালাভের পরে মাদ্রাজ প্রদেশের আদেয়ারে ১৯২৫ খ্রী. থিয়োসফিক্যাল সোসাইটি পরিচালিত বিদ্যালয়ে শিল্প-শিক্ষকের পদ গ্ৰহণ করেন। পরে কলিকতা করপোরেশন অফিসে চার-পাঁচ বছর স্লাইডে ছবি করার কাজে নিযুক্ত ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতীকচিহ্ন ও রবীন্দ্ৰ জয়ন্তীর প্রতীকচিহ্ন তাঁর আঁকা। রূপবাণী ও মেট্রো সিনেমা হলেও তিনি দেওয়ালে ফ্রেস্কো-চিত্র এঁকেছেন। তাছাড়া ডাকটিকিট আঁকার প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। জীবনের শেষদিকে দশ-এগারো বছর সরকারী অফিসে কারুশিল্পের নকশাকার-রূপে কাজ করেন। কনে-বৌ, ‘রাসলীলা ইত্যাদি তার উল্লেখযোগ্য চিত্র।
পূর্ববর্তী:
« অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায় (ও. সি. গাঙ্গুলী)
« অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায় (ও. সি. গাঙ্গুলী)
পরবর্তী:
অর্ধেন্দুশেখর মুস্তফী »
অর্ধেন্দুশেখর মুস্তফী »
Leave a Reply