অর্ধেন্দু দস্তিদার (?–২৪-৪-১৯৩০), ধলঘাট–চট্টগ্রাম। চন্দ্ৰকুমার। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে (১৮ এপ্রিল ১৯৩০) অংশগ্ৰহণ করেন। ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধে আহত হন। সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« অরুন্ধতী দেবী
« অরুন্ধতী দেবী
Leave a Reply