অরুণচন্দ্ৰ দত্ত (১৮৯৫ – ১১.১.১৯৮০) বিবিরহাট–চন্দননগর। পিতা শরৎচন্দ্রের কর্মস্থল করাচীতে জন্ম। পিতার মৃত্যুর পর ৯ বছর বয়স থেকে চন্দননগরেই কাটান। ড়ুপ্লে কলেজে (বর্তমান চন্দননগর কলেজ) পড়ার সময় শহীদ কানাইলাল দত্ত, অধ্যক্ষ চারুচন্দ্র রায় ও প্রবর্তক সঙেঘর মতিলাল রায়ের সংস্পর্শে এসে বঙ্গভঙ্গ আন্দোলনে উৎসাহিত হন। ১৯১২ খ্ৰী. হুগলী কলেজিয়েট স্কুল থেকে বৃত্তি সহ ম্যাট্রিক ও কলিকাতা রিপন কলেজ থেকে আই.এ. পাশ করেন (১৯১৪)। বি-এ পড়ার সময় বঙ্কিমচন্দ্রের আদর্শে চন্দননগরে ‘সন্তান সঙ্ঘ প্রতিষ্ঠা করেন। এই সময় স্বদেশী আন্দোলন-কালে কলিকাতায় গ্রেপ্তার হন। প্রমাণাভাবে মুক্তি পেয়ে পড়া ছেড়ে চন্দননগর ফিরে যান। ১৯১৫ খ্রী. ঘরবাড়ি ছেড়ে প্রবর্তক সঙেঘর কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেন। নলিনচন্দ্র দত্তের প্ৰচেষ্টায় প্রকাশিত সঙেঘর ইংরেজী সাপ্তাহিক ‘Standard Bearer’-এ তাঁর নাম সম্পাদক-হিসাবে ছিল। সঙ্ঘের বাংলা পাক্ষিক ‘নবসঙ্ঘ’ তার সম্পাদনায় প্ৰকাশিত হত। শেষ-জীবনে ‘প্রবর্তক মাসিক পত্রিকাটিরও সম্পাদক ছিলেন। ‘অরবিন্দ মন্দিরে পুস্তকটি তিনি ও মণীন্দ্রনাথ নায়েক যুগ্মভাবে লেখেন। ‘লাইট টু সুপারলাইট তার উল্লেখযোগ্য গ্ৰন্থ। চন্দননগর ‘মুক্তনগরী’ থাকার সময় তিনি তার খাদ্যমন্ত্রী ছিলেন। ১৯৫৯ খ্রী. প্রবর্তক সঙেঘর সহ-সভাপতি ও ১৯৬৪ খ্রী. থেকে আমৃত্যু তার সভাপতি পদে বৃত থাকেন।
পূর্ববর্তী:
« অরুণচন্দ্র গুহ
« অরুণচন্দ্র গুহ
পরবর্তী:
অরুণাচল বসু »
অরুণাচল বসু »
Leave a Reply