অরুণকুমার চন্দ (১৭৭২-১৮৯৯–২৬-৪-১৯৪৭) শিলচর–আসাম। খ্যাতনামা ব্যবহারজীবী কামিনীকুমার। ইংরেজীতে অনার্সসহ বি.এ. ও ১৯২৭ খ্রী. এল-এল.বি. পাশ করে উচ্চশিক্ষার জন্য বিলাত যান। ১৯২৯ খ্রী. ব্যারিস্টার হন। ১৯৩০ – ৩১ খ্রী. সিঙ্গাপুরে আইন ব্যবসা করেন। ১৯৩৫ খ্ৰী. দেশে ফিরে শিলচর গুরুচরণ কলেজের অন্যতম প্ৰতিষ্ঠাতা ও অবৈতনিক অধ্যক্ষ হন। এ সময়ে তিনি শ্রমিক আন্দোলনে যোগ দেন এবং কাছাড় জেলা রেলওয়ে ও–পোস্টাল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৪৫ খ্রী. এই ট্রেড ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন। আসাম প্ৰাদেশিক ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন। ১৯৩৭ খ্রী—আসাম প্ৰাদেশিক ৰ্যবস্থাপক সভার সদস্য হয়ে মন্ত্রিসভা গঠনের অন্যতম নিয়ামক হন। ১৯৩৮–৪২ খ্রী–’সপ্তক’ নামে সাপ্তাহিক পত্র শিলচর থেকে প্ৰকাশ করতেন। ১৯৪১ খ্রী. যুদ্ধপ্রচেষ্টার বিরুদ্ধে সত্যাগ্ৰহ করে কারাবরণ করেন। মুক্ত হওয়ার পর পুনরায় ১৯৪২ খ্রী. কলিকাতায় গ্রেপ্তার হন। ১৯৪৫ খ্রী. আসাম প্ৰাদেশিক বিধান সভায় পুননির্বাচিত হন।
পূর্ববর্তী:
« অরুণ মিত্র
« অরুণ মিত্র
পরবর্তী:
অরুণকুমার সরকার »
অরুণকুমার সরকার »
Leave a Reply