অযোধ্যানাথ পাকড়াশী (?—২৮-৮-১৮৭৩)। কালীপ্রসন্ন সিংহের মহাভারতের অন্যতম অনুবাদক। ১৮৬২ খ্রী. জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মহিলাদের শিক্ষক নিযুক্ত হন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত কলিকাতা ব্ৰাহ্মসমাজের কার্যে অংশগ্রহণ করেন। আদি ব্ৰাহ্মসমাজের অধ্যক্ষসভার অন্যতম সভ্য হিসাবে ব্ৰাহ্মধর্মের প্রচার-কাৰ্য চালাতে থাকেন। ক্রমে তিনি ব্ৰাহ্মসমাজের আচার্যের পদ পান। ১৮৬৫ – ১৮৬৭ খ্রী. এবং ১৮৬৯–১৮৭৩ খ্ৰী. পর্যন্ত ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৮৭০ খ্রী. ‘ব্রহ্মবিদ্যালয়’ গ্ৰন্থ রচনা করেন।
পূর্ববর্তী:
« অম্বুজাসুন্দরী দাশগুপ্তা
« অম্বুজাসুন্দরী দাশগুপ্তা
পরবর্তী:
অযোধ্যারাম মিত্র »
অযোধ্যারাম মিত্র »
Leave a Reply