অম্বুজাসুন্দরী দাশগুপ্তা (১৮৭০ – ১৯৪৬) ভাঙ্গাবাড়ি-পাবনা। গোবিন্দনাথ। জ্ঞাতিভ্ৰাতা কান্তকবি রজনীকান্ত কবিতা-রচনায় তার প্রেরণাদাতা ছিলেন। স্বামী কৈলাসগোবিন্দও কবিপ্ৰতিভা-বিকাশে তাকে যথেষ্ট সহায়তা করেছেন। ‘বামাবোধিনী’, ‘নব্যভারত’, ‘সাহিত্য’ প্রভৃতি পত্রিকায় তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হত। তার গল্প ‘কুন্তলীন পুরস্কার পেয়েছে। বার্ধক্যে আধ্যাত্মিক জীবনযাপন করেন। রচিত গ্ৰন্থ : ‘কবিতা লহরী’, ‘অশ্রুমালা’, ‘প্রীতি ও পূজা’, ‘খোকা’, ‘দুটি কন্যা’, ‘ভাব ও ভক্তি’, ‘প্রেম ও পুণ্য’, ‘শ্ৰীকৃষ্ণলীলামৃত’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« অম্বিকাচরণ মৈত্ৰ
« অম্বিকাচরণ মৈত্ৰ
পরবর্তী:
অযোধ্যানাথ পাকড়াশী »
অযোধ্যানাথ পাকড়াশী »
Leave a Reply