অম্বিকাচরণ গুহ (১৮৪৩–১৯০০) হোগোলকুঁড়িয়া (বর্তমান মসজিদবাড়ী স্ট্রীট)-কলিকাতা। অভয়চরণ। ৮/৯ বছর বয়সে সাংঘাতিক আঘাত প্ৰাপ্ত হওয়ায় ডাক্তারের পরামর্শ অনুসারে বাড়িতেই পড়াশুনা, ব্যায়াম ও ঘোড়ায় চড়া শুরু করেন। মথুরার কালীচরণ চৌবের নিকট কুস্তি শেখেন। ১৮৫৭ খ্ৰী:–পিতামহ। শিবচরণের উৎসাহে নিজ বাড়িতে আখড়া স্থাপন করেন। তৎকালীন ভারত-বিখ্যাত মল্লবীরদের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে মল্ল-জগতে অম্বু বা রাজাবাবু নামে পরিচিত হন। মল্লবিদ্যায় স্বামী বিবেকানন্দ তার শিষ্য ছিলেন। প্ৰধানত তীর উৎসাহেই শিক্ষিত ভদ্রসমাজের ব্যায়ামবিমুখতা হ্রাস পেয়েছিল। শৌখিন সেতারশিল্পী ও সুদক্ষ অশ্বারোহী হিসাবেও খ্যাতি অর্জন করেছিলেন। বিশ্ববিখ্যাত কুস্তিগির গোবিব গুহ তাঁর ভ্রাতুষ্পপুত্র।
পূর্ববর্তী:
« অম্বিকাচরণ গুপ্ত
« অম্বিকাচরণ গুপ্ত
পরবর্তী:
অম্বিকাচরণ মজুমদার »
অম্বিকাচরণ মজুমদার »
Leave a Reply