অম্বিকাচরণ গুপ্ত (১৮৫৮ – ১৯১৫) ভাঙ্গামোড়া-বর্ধমান। তার রচিত উপন্যাস, গল্প, ধৰ্মকথা, ইতিহাস, প্ৰহসন, পদ্য, চিকিৎসা-বিষয়ক গ্ৰন্থ এবং গোয়েন্দা কাহিনী ও ছেলেভুলান গল্প এককালে সাধারণ মানুষের কাছে অতিশয় প্রিয় ছিল। প্রচুর লিখেছেন। ছাপাতেন বটতলার প্রকাশকদের দিয়ে। তার ‘পুরাণ কাগজ বা নথির নকল’ উপন্যাসটিতে পুরনো দলিলপত্রের সঙ্গে সমসাময়িক ভাষা ও ভঙ্গিতে লেখা পত্রাবলীর সাহায্যে একটি ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। দক্ষিণ রাঢ়ের বহু ক্ষণিকচিত্র তার উপন্যাসে পাওয়া যায়। ‘তারকেশ্বর’, ‘ভারতে ইংরেজ’ ও ‘হুগলী বা দক্ষিণ রাঢ় প্রথমাদ্ধা তার তিনটি বিবরণ-গ্ৰন্থ। ‘প্ৰদীপ’ পত্রিকায় প্রকাশিত বগীর হাঙ্গামা’ (১৩১০–১১ ব.) ও ‘স্বদেশী আন্দোলন ও তার পরিণাম’ (১৩১২ ব.) তার দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ। তিনি অনেক পুরনো পুঁথি সংগ্ৰহ করে কয়েকটির বিবরণ ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকায় প্রকাশ করেন। ‘প্ৰদীপ’ পত্রিকায় কবিকঙ্কণের জীবনী নিয়ে তিনিই প্ৰথম সার্থক গবেষণা করেছিলেন।
পূর্ববর্তী:
« অম্বিকা চক্রবর্তী
« অম্বিকা চক্রবর্তী
পরবর্তী:
অম্বিকাচরণ গুহ »
অম্বিকাচরণ গুহ »
Leave a Reply