অমৃতলাল সরকার (১৮৮৯–২৭৪-১৯৭১) টাঙ্গাইল-ময়মনসিংহ। মানিকচন্দ্ৰ। অল্প বয়সে বিপ্লবী দলের সদস্য হন এবং লাঠি, ছোরা ও তরবারি-চালনায় পারদর্শী হয়ে ওঠেন। গর্ডন হত্যাপ্রচেষ্টায় (১৯১৩) যোগেন্দ্র চক্রবর্তীর সহযোগী ছিলেন। এ ব্যাপারে আহত হলেও গ্রেপ্তার এড়াতে পেরেছিলেন। অনেক দুঃসাহসিক কাজে যুক্ত থেকে ১৯১৬ খ্রী. জুলাই মাসে ধরা পড়েন। এবং ১২-১-১৯১৭ খ্রী. থেকে ৩নং রেগুলেশনের বন্দী হন। এ সময়ে পুলিস রিপোটের উদ্ধৃতি: ‘শ্ৰীঅমৃত সরকার ওরফে পরেশ ওরফে নোরিয়া ওরফে জেনারেল-বহুদিন ধরে আত্মগোপন করে অনুশীলন দলের দুর্ধর্ষ নেতারূপে বিপজ্জনক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। অবশেষে তাকে ধরা সম্ভব হয়েছে।’ বিভিন্ন জেলে বন্দী থেকে ১৯২১ খ্রী. মুক্ত হন ও বিবাহ করেন। ১৯২৩ খ্রী. পুনরায় রেগুলেশন বন্দীরূপে সাড়ে চার বছর দক্ষিণ ভারতের জেলে কাটান। মুক্তির পর সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন ও নিজ অঞ্চলে হোমিওপ্যাথিক চিকিৎসা করেন।
পূর্ববর্তী:
« অমৃতলাল শীল
« অমৃতলাল শীল
পরবর্তী:
অম্বিকা চক্রবর্তী »
অম্বিকা চক্রবর্তী »
Leave a Reply