অমৃতলাল শীল। ত্ৰৈলোক্যনাথ। উত্তরপ্ৰদেশপ্রবাসী। আদিনিবাস বড়িশা-চব্বিশ পরগনা। ১৮৮০ খ্রী. পিতার সঙ্গে হায়দরাবাদ গিয়ে তিনি নিজাম সরকারের শিক্ষাবিভাগে–কর্মগ্রহণ করেন। পরে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের অধ্যাপক এবং সেখানকার নর্মাল স্কুলের অধ্যক্ষ নিযুক্ত হন। উর্দু, ফারসী ও আরবী ভাষায় সুপণ্ডিত ছিলেন। কোরান ও হাদীসে তার প্রগাঢ় জ্ঞান ছিল। বিংশ শতাব্দীর গোড়ার দিকে উর্দু ও ফারসী সাহিত্য এবং ভারতে মুসলমান যুগের ইতিহাস সম্পর্কে তার রচিত প্ৰবন্ধাবলী বাঙালী পাঠকদের কাছে আকর্ষণীয় ছিল।
পূর্ববর্তী:
« অমৃতলাল রায়
« অমৃতলাল রায়
পরবর্তী:
অমৃতলাল সরকার »
অমৃতলাল সরকার »
Leave a Reply