অমৃতলাল রায় (১৮৫৯?—৩০-৭-১৯২১) গরিফা-নৈহাটি — চব্বিশ পরগনা। মধুসূদন। এডিনবার্গে তিন বছর চিকিৎসাশাস্ত্ৰ অধ্যয়ন করে ১৮৮২ খ্রী. আমেরিকা যান ও সেখানে অবস্থানকালে নিউইয়র্কের পত্রিকায় তাঁর রচিত কয়েকটি রাজনৈতিক প্ৰবন্ধ সেদেশে সাংবাদিকতাক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করে। আমেরিকায় তার সাংবাদিকতার সর্বাধিক আলোচিত তথা বিতর্কিত বিষয় নিউইয়র্কের নর্থ আমেরিকান রিভিয়ুতে প্রকাশিত ‘ব্রিটিশ রুল ইন ইণ্ডিয়া’। তখন এদেশের বিদেশী সংবাদপত্রগুলিও অমৃতলালের বিরুদ্ধে সরব হয়ে ওঠে। ‘পাইওনিয়ার’ পত্রিকা তাকে ‘লাল অমৃত’ বলে চিহ্নিত করে। ১৮৮৬ খ্রী–দেশে ফিরে এসে ১৮৮৭ খ্রী. ‘হোপ’ সংবাদপত্র প্রতিষ্ঠা করেন। সে সময়ে বিদেশী মালিক-পরিচালিত সংবাদপত্রে ভারতবিদ্বেষ প্রচারের বিরুদ্ধে এই পত্রিকা কঠোর ভূমিকা গ্ৰহণ করেছিল। পত্রিকাটিতে বিদেশী সংবাদপত্রের উদ্দেশ্যে অঙ্কিত ব্যঙ্গচিত্ৰাদিও থাকত। এদেশে সংবাদপত্রে ব্যঙ্গচিত্র তিনিই প্ৰথম ব্যবহার করেন। ‘হোপ’-এর প্রকাশ বন্ধ হওয়ার পর তীর অন্যতম উদ্যোগ ‘হিন্দু ম্যাগাজিন’। অর্থাভাবে সংবাদপত্র পরিচালনায় ব্যর্থ হয়ে ‘ট্রিবিউন’ ও ‘পাঞ্জাবী’ পত্রিকায় সম্পাদকের চাকরি নিতে বাধ্য হন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ তার প্রসঙ্গে লিখেছিলেন–’…..a well-known knight of the pen.’
পূর্ববর্তী:
« অমৃতলাল মুখোপাধ্যায় (বেলবাবু)
« অমৃতলাল মুখোপাধ্যায় (বেলবাবু)
পরবর্তী:
অমৃতলাল শীল »
অমৃতলাল শীল »
Leave a Reply