অমৃতলাল মিত্ৰ (?–১৯০৮) বোসপাড়া–কলিকাতা। গোপাল। বঙ্গ রঙ্গালয়ের খ্যাতনামা অভিনেতা। পিতৃবন্ধু গিরিশচন্দ্রের যৌবনে রচিত প্রতিটি; বিয়োগান্ত নাটকে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করতেন। মৃত্যুকাল পর্যন্ত ন্যাশনাল ও ষ্টার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনীত ভূমিকাগুলির মধ্যে রাবণ, ভীম, মহাদেব, নল, বুদ্ধ, বিম্বমঙ্গল, যোগেশ, অখিল, চন্দ্ৰশেখর, হরিশ্চন্দ্ৰ, নগেন্দ্ৰ, প্রতাপাদিত্য, মীরকাশিম প্রভৃতি উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« অমৃতলাল বসু
« অমৃতলাল বসু
পরবর্তী:
অমৃতলাল মুখোপাধ্যায় (বেলবাবু) »
অমৃতলাল মুখোপাধ্যায় (বেলবাবু) »
Leave a Reply