অমূল্যচরণ বিদ্যাভূষণ (৯-১২-১৮৬৯–২৩-৪-১৯৪০)। উদয়নাথ ঘোষ মজুমদার। ১৮৯৮ খ্রী. এনট্রান্স পাশ করেন। বারাণসীতে উচ্চশিক্ষা লাভ করে বিদ্যাভূষণ উপাধিপ্রাপ্ত হন। পরে দেশী-বিদেশী মোট ২৬টি ভাষা আয়ত্ত করেন। বিভিন্ন ভাষায় চিঠিপত্র অনুবাদের জন্য ১৮৯৭ খ্রী. ‘ট্রানস্লেটিং বুরো’ এবং ভারতে প্ৰথম বিদেশী ভাষা শিক্ষার জন্য ১৯০১ খ্রী. ‘এডওয়ার্ড ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠা করেন। ১৯০৫ খ্রী. বিদ্যাসাগর কলেজের অধ্যাপক নিযুক্ত হন। ১৯০৬ –১৯০৭ খ্রী. ন্যাশনাল কাউন্সিল অফ এড়ুকেশনের ফ্রেঞ্চ, জার্মান, পালি ও বাংলা ভাষার অধ্যাপক ছিলেন। ১৩১৯ বা প্ৰথম প্ৰকাশিত ‘ভারতবর্ষ’ মাসিক পত্রিকার প্রথম যুগ্ম সম্পাদক এবং বিভিন্ন সময়ে ‘বাণী’, ‘ইণ্ডিয়ান একাডেমি’, ‘পঞ্চপুষ্প’ প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেন। বঙ্গীয় সাহিত্য পরিষৎ এবং এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন। ‘বঙ্গীয় মহাকোষ’ নামক অভিধান সঙ্কলনের কাজ অসমাপ্ত রেখে মারা যান। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘শ্ৰীকৃষ্ণবিলাস’, ‘জৈনজাতক’, ‘শ্ৰীকৃষ্ণকর্ণামৃত’। ত্রিপুরা রাজবংশের ইতিহাস সঙ্কলনের কাজেও কিছুকাল নিযুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« অমূল্যচরণ বসু
« অমূল্যচরণ বসু
পরবর্তী:
অমূল্যধন মুখোপাধ্যায় »
অমূল্যধন মুখোপাধ্যায় »
Leave a Reply