অমূল্যচন্দ্ৰ সেনগুপ্ত (১৮৯০–২১.৫-১৯৬২) আউটসাহী-বিক্রমপুর–ঢাকা। খ্যাতনামা সাংবাদিক। আউটসাহী রাধানাথ হাই স্কুলে পড়ার সময়ই তিনি স্বদেশী আন্দোলনে যোগ দেন। বিপ্লবকর্মের সুবিধার জন্য ১৯০৮ খ্ৰী. ঢাকা জেলার সোনারং জাতীয় বিদ্যালয়ে ভর্তি হন। এখানে ছাত্রাবস্থায় ১৯১১ খ্রী. একটি রাজনৈতিক মামলায় কারাদণ্ড ভোগ করেন। সোনারং জাতীয় বিদ্যালয় উঠে গেলে পুলিসের চোখ এড়িয়ে কলিকাতায় আসেন। বঙ্গবাসী কলেজে বি-এ–ক্লাসে পড়ার সময় কলেজ ত্যাগ করে অসহযোগ আন্দোলনে যোগ দেন। সারা বাঙলার কংগ্রেসের প্রাথমিক সংগঠনের কাজে যুক্ত হন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন-প্রতিষ্ঠিত ‘সর্ববিদ্যায়তন’ নামক জাতীয় বিদ্যালয় সংগঠনের কাজে বিশিষ্ট অংশ নেন। ১৯২৫ খ্রী. আনন্দবাজার পত্রিকায় যোগ দিয়ে ১৯৩২ খ্রী. ঐ পত্রিকার বার্তা-সম্পাদক হন। ১৯৩৭ খ্রী. আনন্দবাজার গোষ্ঠী ইংরেজী ‘হিন্দুস্থান স্ট্যাণ্ডার্ড পত্রিকা প্ৰকাশ করলে তিনি ঐ পত্রিকায়ও বার্তা-সম্পাদকের দায়িত্ব গ্ৰহণ করেন। মালিক পক্ষের সঙ্গে মতভেদের জন্য ১৯৩৯ খ্ৰীঅপর কয়েকজন সহকমীর সঙ্গে একযোগে ঐ পত্রিকা ছেড়ে চলে আসেন। এরপর ক্রমান্বয়ে বাংলা দৈনিক পত্রিকা ‘ভারত’, ‘যুগান্তর’, ‘কৃষক’, নবপর্যায়ের ‘ভারত’ ও ‘লোকসেবক’-এ কাজ করেন। ১৯৫৬ খ্রীঃ সক্রিয় সাংবাদিক-জীবন থেকে অবসর গ্রহণ করেন। বাংলা সংবাদপত্রের সংবাদ-রচনাপদ্ধতিতে ও সংবাদপত্রের সংগঠনে তিনি একজন পথিকৃৎ। ‘নিশাকর বর্মা’ ছদ্মনামে দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় জনপ্রিয় ‘কলম’ লিখেছেন।
পূর্ববর্তী:
« অমূল্যচন্দ্ৰ অধিকারী
« অমূল্যচন্দ্ৰ অধিকারী
পরবর্তী:
অমূল্যচরণ উকিল »
অমূল্যচরণ উকিল »
Leave a Reply