অমূল্যচন্দ্ৰ অধিকারী (১৯০১–১৯৫১) বারদী—ঢাকা। উদয়চন্দ্ৰ। অল্পবয়সেই অনুশীলন দলের প্ৰবোধ দাশগুপ্ত প্রমুখ বিপ্লবীদের সংস্পর্শে আসেন। ঐ দলেরই বিশ্বাসঘাতক হত্যার ষড়যন্ত্রে লিপ্ত আছেন সন্দেহক্রমে ১৯১৭ খ্রী. থেকে পুলিস তাকে বছর-দুই অন্তরীণ করে রাখে। মুক্তিলাভের পর জ্ঞান মজুমদারের সঙ্গে অসহযোগ আন্দোলনে ব্যক্তিগতভাবে অংশ নেন—যদিও অনুশীলন দল এই আন্দোলনে যোগ। দেয়নি। আত্মগোপনকারী বহু নেতাকে নানাভাবে সাহায্য করতেন। দলের অর্থ-সংগ্রহের প্রয়োজনে ডাকাতির পরিকল্পনায় এবং বে-আইনী অস্ত্রশস্ত্ৰ সংগ্রহের কাজে নিযুক্ত ছিলেন। ১৯২২ খ্রী. সোভিয়েট বিপ্লবের প্ৰশংসাসূচক এক প্ৰবন্ধ লিখে পত্রিকায় প্রকাশ করেন। ১৯২৪–২৮ খ্রী. ও ১৯৩০–৩৮ খ্রী. কারারুদ্ধ ছিলেন। তাঁর উদ্যোগে দলের অধিকাংশ যুবকর্মী ও নেতাদের নিয়ে রিভলিউশনারী সোশ্যালিস্ট পার্টি (আর এস পি) গঠিত হয়। সুলেখক ছিলেন। মার্ক্সীয় দর্শন সম্বন্ধে কয়েকখানি বই লিখেছেন।
পূর্ববর্তী:
« অমূল্যগোপাল সেনশর্মা
« অমূল্যগোপাল সেনশর্মা
পরবর্তী:
অমূল্যচন্দ্ৰ সেনগুপ্ত »
অমূল্যচন্দ্ৰ সেনগুপ্ত »
Leave a Reply