অমূল্যগোপাল সেনশর্মা (? — ১৯-৬-১৯৬৮) চট্টগ্রাম। ছাত্রজীবনে সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় সরকারের আদেশে চট্টগ্রাম ছেড়ে কলিকাতায় আসতে বাধ্য হন। হুগলী কলেজ থেকে স্নাতক হবার পর কিছুদিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষণ বিভাগে অধ্যাপনা করেন। ১৯৩৪ খ্রী. সরকারী আর্ট স্কুলে ভর্তি হন ও পাঁচ বছরের শিক্ষাসূচী শেষ করে শিল্পরচনায় মনোনিবেশ করেন। আর্ট স্কুল, কলেজে রূপান্তরিত হলে সেখানে আমৃত্যু অধ্যাপনা করেন। তার অঙ্কিত বঙ্গবাসী কলেজে একটি এবং লোকসভায় দুটি প্রাচীরচিত্রে তীর নিজস্ব শিল্পীরীতির নিদর্শন আছে। তার বহু চিত্ৰ ভারতীয় এবং আন্তর্জাতিক নানা প্রদর্শনীতে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছিল।
পূর্ববর্তী:
« অমূল্যকৃষ্ণ ঘোষ
« অমূল্যকৃষ্ণ ঘোষ
পরবর্তী:
অমূল্যচন্দ্ৰ অধিকারী »
অমূল্যচন্দ্ৰ অধিকারী »
Leave a Reply