অমিয়নাথ সান্যাল (মে ১৮৯৫—২৫-১-১৯৭৮) কৃষ্ণনগর—নদীয়া। পিতা সিভিল সার্জল রায়বাহাদুর দীননাথ সঙ্গীতরসিক, গায়ক এবং প্রখ্যাত সাহিত্য সমালোচক ছিলেন। সঙ্গীতশাস্ত্রবিদ্ ও সঙ্গীতজ্ঞ অমিয়নাথ আইএসসি পাশ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় রেজিমেন্টে যোগ দেন। হোমিওপ্যাথি পড়া শুরু র কলিকাতা সেন্ট্রাল কলেজ থেকে হোমিওপ্যাথি ৎসায় গ্রাজুয়েট হন। পাঠ্যাবস্থা থেকে বড় বড় য়দের সঙ্গে তার পরিচয় হয়। সেই সময় ওস্তাদ খা, বিশ্বনাথ রাও প্ৰমুখের কাছে কিছু তালিমও নিয়েছেন। পিতৃবন্ধু যোগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের কাছে এসরাজ বাজনায় উৎসাহ পান। ক্ৰমে সঙ্গীতজগতে সুপরিচিত হন এবং ভারতীয় সঙ্গীতবিদ ও সঙ্গীত হিসাবে খ্যাতিলাভ করেন। ব্যবহারিক অপেক্ষা সঙ্গীতের গবেষণার দিকে এবং র-বিশ্লেষণের দিকেই তার চর্চা বেশি ছিল। বিভিন্ন তৎকালীন শ্রেষ্ঠ সমস্ত সঙ্গীত-প্ৰতিভাবানদের ধ্য তিনি আসেন। উচ্চাঙ্গ সঙ্গীতে রাগের আত্মা, প ও উৎপত্তি নিয়ে গবেষণামূলক কাজ করেছেন।–সম্পর্কে তার রচিত গ্রন্থের মধ্যে ইংরেজীতে লেখা ‘Rags and Raginis’ ও বাংলায় ‘স্মৃতির অতলে’ বিশেষ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« অমিয়চরণ বন্দ্যোপাধ্যায়
« অমিয়চরণ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
অমূল্যকৃষ্ণ ঘোষ »
অমূল্যকৃষ্ণ ঘোষ »
Leave a Reply