অমিয়চরণ বন্দ্যোপাধ্যায় (২৩-১-১৮৯১–৩১-৫-১৯৬৮) বিহারের ভাগলপুরে জন্ম। পিতা জ্ঞানেন্দ্ৰচন্দ্র ও মাতামহ নিবারণচন্দ্র মুখোপাধ্যায় ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্রের সহকমী ছিলেন। ফলিত গণিতে এম-এস-সি পাশ করে উচ্চশিক্ষার জন্য বিলাত যান। সেখানে কেমব্রিজ ক্লেয়ার কলেজ থেকে র্যাংলার ও ফাউণ্ডেশন স্কলার হয়ে দেশে ফেরেন। ইণ্ডিয়ান এড়ুকেশন সার্ভিস পদে এলাহাবাদের ক্যানিং কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯৫৩-৫৫ খ্রী. তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য-পদে নিযুক্ত থাকেন। অবসর গ্রহণের পর কলিকাতায় চলে আসেন। পশ্চিমবঙ্গের নানা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। Astro-Physics S Gallactic Dynamics বিষয়ে তার বিশেষ অবদান আছে। এদেশে উচ্চমানের অবজারভেটরি স্থাপনের উদ্দেশ্যে ভারত সরকার তাঁকে ইউরোপ ও আমেরিকার শ্রেষ্ঠ অবজারভেটতিগুলি পরিদর্শন করে একটি প্ল্যান প্রস্তুত করার যে দায়িত্ব দিয়েছিলেন, তিনি তা সুসম্পন্ন করেন। শেষজীবনে র সেবায় সচেষ্ট হন ও ১৯৫৭ খ্রী. ব্ৰাহ্ম নফারেন্সে সভাপতিত্ব করেন।
পূর্ববর্তী:
« অমিয়কুমার সেন
« অমিয়কুমার সেন
পরবর্তী:
অমিয়নাথ সান্যাল »
অমিয়নাথ সান্যাল »
Leave a Reply