অমিয়কুমার বসু, ডা. (২৫-১২-১৯০০–১৪-১১-১৯৭৫)। প্রখ্যাত হৃদরোগ-বিশেষজ্ঞ ও চিকিৎসক। উকিল সত্যচরণ। ডাক্তারী পড়ার সময় ১৯২৩ খ্রী. ফিজিওলজিতে এম.এস-সি. পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৮ খ্রী. বিলাতে গিয়ে LR.C.P. M.R.C.S. এবং পরবর্তী কালে লণ্ডন থেকে M.R.C.P. পাশ করেন। শেষজীবনে F.R.C.P. হন। কর্মজীবনে কলিকাতা পি. জি. হাসপাতালে কার্ডিওলজি বিভাগের প্রধান এবং ইসলামিয়া হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ছিলেন। তা ছাড়া তিনি অল ইণ্ডিয়া কার্ডিওলজিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক, স্টুডেন্ট হেলথ হোম-এর প্ৰতিষ্ঠাতা-সভাপতি এবং ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার অধ্যক্ষ ছিলেন। পিপলস রিলিফ সোসাইটি এবং ভারত-জার্মান গণতান্ত্রিক মৈত্রী সমিতির সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
পূর্ববর্তী:
« অমিয়কান্তি ভট্টাচাৰ্য
« অমিয়কান্তি ভট্টাচাৰ্য
পরবর্তী:
অমিয়কুমার সেন »
অমিয়কুমার সেন »
Leave a Reply