অমিয়কান্তি ভট্টাচাৰ্য (১৩২৩–১৮১০-১৩৭৫ বৰ্ণ)। মিহিরাকিরণ। ওস্তাদ আলাউদ্দীন খা সাহেবের আশ্রয়ে তাঁর সঙ্গীতশিক্ষা শুরু। পরে পিতৃব্য তিমিরবরণ ও এনায়েত খা সাহেবের কাছেও শেখেন। তিমিরবরণের পারবারিক অর্কেষ্ট্রার সঙ্গেও যুক্ত ছিলেন এবং ‘সঙ্গীত সম্মিলনী’ প্রতিষ্ঠিত হলে তার অধ্যাপক নিযুক্ত হন। কিছুদিন নিউ থিয়েটার্সে পিতৃব্যের সহকারী ও পরে বোম্বে ও বাঙলার বহু ছবির সঙ্গীত-পরিচালক ছিলেন। সেতারী অমিয়কান্তি কম্পোজার হিসাবেও খ্যাতিমান ছিলেন।
পূর্ববর্তী:
« অমিয় দাশগুপ্ত
« অমিয় দাশগুপ্ত
পরবর্তী:
অমিয়কুমার বসু, ডা. »
অমিয়কুমার বসু, ডা. »
Leave a Reply