অমলা দাশ। পিতা ভুবনমোহন দাশ। রবীন্দ্রসঙ্গীতের খ্যাতনামী গায়িকা। রবীন্দ্রনাথ কলিকাতায় থেকে কোনও গান রচনা করলে তখনই তাকে শিখিয়ে দিতেন। দিনেন্দ্রনাথ ঠাকুরের আগে তিনিই রবীন্দ্রনাথের গান লিখে রাখার কাজটি করতেন। ১৯১৭ খ্ৰী. কলিকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে ‘বন্দেমাতরম’ গান গেয়ে সকলকে মুগ্ধ করেছিলেন। সভ্রান্ত পরিবারের মেয়েদের মধ্যে তিনিই প্ৰথম গান রেকর্ড করেন। বোনঝি সাহানা দেবীর প্রথম সঙ্গীতশিক্ষা তাঁর কাছে। অগ্রজ দেশবন্ধু চিত্তরঞ্জনের সহায়তায় তিনি পুরুলিয়ায় একটি মেয়েদের স্কুল স্থাপন করে তা পরিচালনা করেন। অবিবাহিতা ছিলেন। ৪২ বৎসর বয়সে মৃত্যু।
পূর্ববর্তী:
« অমল হোম
« অমল হোম
পরবর্তী:
অমলা সোরেন »
অমলা সোরেন »
Leave a Reply