অমরেশ্বর ঠাকুর (১৭১২-১৮৮৭–২৪-১-১৯৭৯) নাগরবন্দী—ভাগ্যকুল, ঢাকা। ভাগ্যকুলের কুণ্ডু জমিদার বংশের কুলপুরোহিত রামকৃষ্ণ। ত্রিপুরা রাজ্যের সভাপণ্ডিত মাতামহ কুলচন্দ্র শিরোমণির গৃহে জন্ম। আর্থিক অসুবিধার মধ্যে থাকলেও প্রত্যেক পরীক্ষায় বৃত্তি পাওয়ায় উচ্চ-শিক্ষা-লাভ সম্ভব হয়। ১৭ বৎসর বয়সে কলিকাতায় দাদার কাছে চলে আসেন। ১৯০৮ খ্রী. সংস্কৃতে এম.এ. পাশ করে রিপন কলেজে অধ্যাপনার কাজ পান। পালি, দর্শন ও সংস্কৃতের অন্য একটি বিভাগে এম.এ. পাশ করেন ও দুইবার স্বর্ণপদক পান। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্রাজুয়েট শিক্ষার ব্যবস্থা প্রবর্তিত হলে সংস্কৃত বিভাগে যোগ দেন। সুদীর্ঘ ৩৫ বছর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অধ্যাপনা করে বিভাগীয় প্রধান হিসাবে অবসর নেন। গবেষণা ও পাণ্ডিত্যের জন্য ‘যোগেশচন্দ্র গবেষণা পুরস্কার’ পান। ১৯২৭ খ্রী. হিন্দু ল’ অব এভিডেন্সের উপর গবেষণা করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচডি, পান। পরে ‘বেদান্তশাস্ত্রী’ উপাধিও পেয়েছেন। সংস্কৃত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা করেন। তারই সম্পাদনায় ঐ পরিষদের পত্রিকা বার হয়। ১০ বৎসর পরিশ্রম করে যাস্কাচার্যের নিরুক্ত ৪ খণ্ডে প্রকাশ করেন। তার সম্পাদনায় বাল্মীকি রামায়ণ ৬০ খণ্ডে প্রকাশিত হয়। Calcutta Sanskrit Series-এর প্রায় ৪০খানি দুষ্প্রাপ্য গ্ৰন্থ টীকা ও অনুবাদ সহকারে প্রকাশ করেছেন। মন্মট ভট্টের কাব্যপ্রকাশের ইংরেজী ভূমিকা তাঁর একটি বিশেষ। অবদান। জৈন ধর্ম, দর্শন, ভিক্ষু সম্প্রদায়, থেরাপহী মহাসভা ও জৈন শ্বেতাম্বরদের বিষয়ে আলোচনামূলক বিভিন্ন প্ৰবন্ধ লিখেছেন।
পূর্ববর্তী:
« অমরেন্দ্ৰনাথ রায়
« অমরেন্দ্ৰনাথ রায়
পরবর্তী:
অমল হোম »
অমল হোম »
Leave a Reply