অমরেন্দ্রলাল নন্দী (?–২৪-৪-১৯৩০) দেনগাপাড়া-চট্টগ্রাম। রসিকলাল। বিপ্লবী দলের সভ্য। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে অংশগ্রহণ করেন (১৮৪-১৯৩০)। জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যের সঙ্গে ২২৭৪-১৯৩০ খ্রী. লড়াই করে শহরে প্রস্থান করার সময়ে দলবিচ্ছিন্ন হন। দুদিন পর চট্টগ্রাম শহরে আত্মগোপনের সময় পুলিসের নজরে পড়েন এবং সম্মুখ সংঘর্ষে নিহিত হন।
পূর্ববর্তী:
« অমরেন্দ্রমোহন কাব্য-ব্যাকরণ-তর্কতীর্থ
« অমরেন্দ্রমোহন কাব্য-ব্যাকরণ-তর্কতীর্থ
পরবর্তী:
অমরেন্দ্ৰনাথ ঘোষ »
অমরেন্দ্ৰনাথ ঘোষ »
Leave a Reply